১৪ নভেম্বর : পটনার রাস্তায় উড়ছে গেরুয়া আবির। পাটলিপুত্রের মসনদে বসার ম্যাজিক ফিগার ১২২ সকালের পেরিয়ে গিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন NDA। যত বেলা গড়াচ্ছে ততই উল্লাস বাড়ছে বিজেপি-জেডিইউয়ের। এবার দু’শো পেরিয়ে গেল এনডিএ। মহাগঠবন্ধনের থেকে পাঁচগুণ এগিয়ে মোদি-নীতীশের জোট। বিরোধীদের কার্যত ‘হোয়াইটওয়াশ’ করার পথে শাসক-শিবির।
এদিকে, পিছিয়ে পড়লেন তেজস্বী যাদব। রাঘোপুর কেন্দ্রে আপাতত ১২৭৩ ভোটে পিছিয়ে রয়েছেন RJD তথা মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। যা বিরোধী জোটের জন্য বড় ধাক্কা বলা চলে। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় এখনও পর্যন্ত ৪১টি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন। এককভাবে ৩১টি আসনে এগিয়ে রয়েছে তেজস্বী যাদবের দল RJD। ৫টি করে আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ও বামেরা।
জানা গেছে, এই বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সমস্ত আসনে রোড শো করেছিলেন এবং জনসভায় ভাষণ দিয়েছিলেন, সেগুলির সবকটিতেই বিজেপি এগিয়ে রয়েছে।


