কিশোররাও জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ায়
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর, সোমবার,
অনলাইন জুয়া খেলার প্রবণতা বাড়ছে কিশোরদের মধ্যে। গ্রামেও তার প্রভাব মোটেই কম নয়। অধিকাংশ যুবকদের সঙ্গে কিশোররাও অনলাইন জুয়া মত্ত হয়ে উঠছে। ফোন ফোনে চলছে এই জুয়া। বাজার বা বাড়ির রাস্তায় বসে কিশোর বা যুবারা জমে তুলছে খেলা। যুবদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও বেশি সংখ্যক কিশোর তাদের মায়ের অ্যাকাউন্ট দিয়ে খেলছে। তাও আবার মায়ের অজান্তে। খেলতে গিয়ে অনেকের অ্যাকাউন্ট শূন্য হয়ে যাচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে পরিবারে অশান্তি। অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে সমাজে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে। একসময় সমাজের বৃহৎ অংশ এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। কেননা আজকের প্রজন্ম আগামী দিনের সমাজের তারাও কাণ্ডারী। তাদের অবস্থা বর্তমানে এমন হলে ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নে।
নিজের সন্তান ও ভবিষ্যৎ রক্ষা করতে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তান এ ধরনের কর্মকাণ্ডের একটি জায়গায় পৌঁছার পর ফিরিয়ে আনা মুশকিল হয়ে পড়বে। শুরুতেই পদক্ষেপ নিতে হবে।