কৃষকদের প্রতিবাদ মিছিল রুখতে ড্রোন থেকে কাঁদানে গ্যাস
১৪ ফেব্রুয়ারি : পঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের প্রতিবাদ মিছিল রুখতে ড্রোন থেকে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল। ২০২০-এর স্মৃতি উসকে ফের ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন কৃষকরা। এদিকে পঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমানায় কৃষকদের প্রতিবাদ মিছিল রুখতে ড্রোন থেকে ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল।
জানা গিয়েছে, মিছিলের মধ্যে শেলগুলি আছড়ে পড়ার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মঙ্গলবার সকালে দিল্লির দিকে যাত্রা শুরু করে কৃষকদের বিরাট মিছিল। তার পরেই পাঞ্জাব-হরিয়ানা সীমানায় শম্ভু এলাকায় কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে পুলিশ। এবার ড্রোন থেকেও ছোড়া হল কাঁদানে গ্যাস। এদিন দুপুর গড়াতে শুরু করতেই কৃষকদের মিছিল রুখতে পদক্ষেপ করে পুলিশ। সূত্রের খবর, অন্তত দু’ডজন শেল ছোড়া হয়েছে।
হরিয়ানা রাজ্যের আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসা জেলার অধিকাংশ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।