শিক্ষকরাই সমাজের ব্যাধি নির্মুল করতে পারেন : জেলা আয়ুক্ত

হাইলাকান্দিতে ৪১ জন শিক্ষক শিক্ষিকা সংবর্ধিত

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষকরাই সমাজের অশিক্ষার ব্যাধি নির্মুল করতে পারেন। তাই শিক্ষকরা ও চিকিৎসকের মত। ৬৩ তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হাইলাকান্দি পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবরে কিভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে শিক্ষক দের সজাগ দৃষ্টি থাকা দরকার এনিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তবে শিক্ষক দের ও বিভিন্ন অসুবিধা রয়েছে এই কথাগুলো ও প্রশাসনিক উপর মহল পর্যন্ত পৌঁছা উচিত তাতে করে বিভিন্ন সমস্যা সমাধান করে জেলার শৈক্ষিক পরিকাঠামো কে মজবুত করা যাবে। এর আগে এদিন শিক্ষক দিবসের পতাকা উত্তোলন করেন শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীব রায়। তারপর ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পর  প্রদীপ প্রজ্বলন করেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায় সহ মুখ্য অতিথি ড. পরিতোষ চন্দ্র দত্ত সহ অন্যান্য অতিথি বর্গরা।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা অনিন্দিতা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত।এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাইলাকান্দি শিক্ষা খণ্ডের আধিকারিক মনোজ কুমার কৈরী,লালা শিক্ষা খণ্ডের তপন প্রজাপতি, কাটলীছড়া শিক্ষা খণ্ডের আধিকারিক নজমুল হোসেন লস্কর, শিক্ষক সংস্থার প্রতিনিধি মোহাম্মদ আলি মাঝারভূইয়া,হিফজুর রহমান মজুমদার  রাজেশ পাল প্রমুখ।
মুখ্য অতিথি ডঃ পরিতোষ চন্দ্র দত্ত শিক্ষক সমাজের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরার পাশাপাশি সর্বাবস্থায় শিক্ষক সমাজকে কর্তব্য পরায়ন হওয়ার জন্য ও অনুপ্রাণিত করেন।

শিক্ষকরাই সমাজের ব্যাধি নির্মুল করতে পারেন : জেলা আয়ুক্ত

এবছর ৪১ জন শিক্ষক শিক্ষিকাকে কৃতি শিক্ষকের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও তিনটি শিক্ষা ব্লকের তিনজন সিআরসিসি কে অতিরিক্ত জেলাশাসক তথা জেলা মিশন সমন্বকের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।এরা হলেন সুবর্ণা রায়,লুৎফর রহমান বড়ভূইয়া ও চন্দ্রশেখর সাহা। এছাড়াও পুরষ্কৃত হওয়া শিক্ষক শিক্ষিকারা হলেন যথাক্রমে ৫১৭ শ্যামাচরণ জ্ঞানদা সুন্দরী পাঠশালার সহকারী শিক্ষক স্বপন দেবনাথ, ৫২৩ চৈতন্য বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর দে, লালামুখ রবিদাস এলপি-র প্রধান শিক্ষক রাজকিশোর অগ্রহারী, কমলা গার্লস এলপি-র সহকারী শিক্ষিকা নাজমা বেগম মজুমদার,  ভিচিংছা মক্তবের প্রধান শিক্ষক  মইনূল হোসেন লস্কর, মধ্য নিতাইনগর এলপি-র প্রধান শিক্ষক জয়নাল আবেদিন মজুমদার, ৪৬৪ নম্বর  চিপরসঙ্গম টিলাগ্রাম এলপি-র মানিক চন্দ্র শর্মা, নিজবার্ণারপুর নামর আলি এলপি-র আব্দুল মুকিত চৌধুরী, ৪৪৬ বংশীলোটন এলপি-র প্রধান শিক্ষক জহির উদ্দিন বড়ভূইয়া, ৩৩৬ রাঙাবাক এলপি-র প্রধান শিক্ষক অর্ধেন্দু সেন পুরকায়স্থ, চিরুয়ারপার এলপি-র প্রধান শিক্ষক জহির উদ্দিন লস্কর,  দুর্গাপুর এলপি-র প্রধান শিক্ষক তুষার কান্তি ভট্টাচার্য, ৪০৯ নম্বর কালীনগর প্রথম খণ্ড এলপি-র সহকারী শিক্ষিকা সুপ্রিয়া দাস, খাজুরাপাড়া এলপি-র প্রধান শিক্ষক গুলজার হোসেন চৌধুরী।

শিক্ষকরাই সমাজের ব্যাধি নির্মুল করতে পারেন : জেলা আয়ুক্ত

মোহনপুর প্রেমলোচন এইচএস স্কুলের সহকারী শিক্ষক বিজুলাল মালাকার, হাইলাকান্দি পাবলিক এইচএস স্কুলের সহকারী শিক্ষক রাসমণি সিংহ, আলগাপুর পাবলিক এইচ এসের কাজি নিজাম উদ্দিন,  লালা এইচএস ও বহুমুখীর হিবজুর রহমান লস্কর, নিমাইচান্দপুর এইচ এসের সহকারী শিক্ষক শশীকলা সিংহ, লালা এইচ এস ও বহুমুখীর অবসরপ্রাপ্ত পিজিটি অপর্ণা নাথ, আলগাপুর এইচ এসের সহকারী শিক্ষক নাইম উদ্দিন লস্কর,  নিমাইচান্দপুর এইচ এসের অবসরপ্রাপ্ত পিজিটি ফয়জুর রহমান লস্কর, লালা প্রাণকৃষ্ণ গার্লস এইচ এসের সহকারী শিক্ষক দেবব্রত পাল এবং শিরিশপুর এস কে দেব হাইস্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দাস। কাট মনাছড়া গ্রান্ট তপশিলি এমই-র প্রধান শিক্ষক নিহার রঞ্জন নাথ, নিরোদা সুন্দরী এমই-র বিজ্ঞান শিক্ষক কবীর হোসেন চৌধুরী, রামচন্দ্র মুক্তবাসী এমই-র বিজ্ঞান শিক্ষিকা রুপালী দেবী, উজানকোপা এম ই-র সহকারী শিক্ষক বিভাভূষণ চক্রবর্তী, টাউন এমই-র প্রধান শিক্ষিকা আমিনা বেগম লস্কর।

শিক্ষকরাই সমাজের ব্যাধি নির্মুল করতে পারেন : জেলা আয়ুক্ত


হাইস্কুলের যেসব শিক্ষকরা সংবর্ধিত হবেন তারা হলেন -পূর্ব কিত্তারবন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক বাহারুল ইসলাম লস্কর, জিএস মেমোরিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক রণজয় নাথ, আইসিএমসি হাইস্কুলের ক্লাসিকেল শিক্ষক হিবজুর রহমান মজুমদার, পল্লিমঙ্গল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুমার নাথ, লক্ষীনগর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক স্নেহাশীষ উপাধ্যায়, নিমার আলি হাইস্কুলের সহকারী শিক্ষিকা বিজয়নী ভট্টাচার্য, এনটি মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক কে. প্রমথ সিংহ।
জানকিবাজার সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন লস্কর, গ্রেহাম এমভি-র সহকারী শিক্ষিকা ঝুমা পাল, আব্দুল বারি এমভি-র প্রধান শিক্ষক মকতার আলি চৌধুরী, কালাছড়া বিটি এমভি-র সহকারী শিক্ষক স্বপন রঞ্জন পাল, এসসি গার্লস সিনিয়র বেসিক স্কুলের চিরন্তনী নন্দী। অনুষ্ঠান পরিচালনা এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শংকর চৌধুরী।

শিক্ষকরাই সমাজের ব্যাধি নির্মুল করতে পারেন : জেলা আয়ুক্ত
শিক্ষকরাই সমাজের ব্যাধি নির্মুল করতে পারেন : জেলা আয়ুক্ত

Author

Spread the News