শিক্ষক সামসুল হুদা প্রয়াত
বরাক তরঙ্গ, ১৬ মে : প্রয়াত হলেন কাটিগড়া এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ তথা ন্যাশনাল এমই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল হুদা। পুরো কাটিগড়া এলাকায় যিনি ইয়াসিন মাস্টার নামেই পরিচিত ছিলেন। স্বল্প রোগভোগের পর বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর বড় ছেলে শামিম আহমদ কাটিগড়া আইডিয়াল পাবলিক স্কুলের সম্পাদক এবং পূর্ত বিভাগের ঠিকাদারও।
কাটিগড়া দ্বিতীয় খণ্ড (লামারগ্রামের) বাসিন্দা সামসুল হুদা ন্যাশনাল এমই স্কুল থেকে সুনামের সঙ্গে অবসর গ্রহন করেন। একেবারে শুরু থেকেই তিনি ছিলেন ধার্মিক এবং পরোপকারী। অবসরের পরও সেই ধারা অব্যাহত থাকে। বছর কয়েক আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হলেও লাগাতার চিকিৎসার পর সেরে ওঠেন। তবে ছিল নিয়মিত চিকিৎসকদের তত্বাবধান। ৫দিন আগে হঠাৎ তাঁর শারিরীক অসুবিধা দেখা দেয়। তখন কাছাড় কেন্সার হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে কেন্সারমুক্ত বলে ঘোষণা করেন। কিন্তু তাঁর কাশি ও অন্যান্য উপসর্গ অব্যাহত থাকে।
মৃত্যুকালে রেখে গেছেন ৪ পুত্র, এক কন্যা সহ নাতি-নাতনী ও অসংখ্য ছাত্রছাত্রী, আত্মীয়পরিজন। তাঁর স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় জানাজার নামাজ আদায় করা হয়েছে । কাটিগড়া ঈদগাহ মাটে জানাজার নামাজে সহশ্রাধিক জনগণের উপস্থিতিতে উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মওলানা ইউসুফ আলি জানাজার নামাজ পাঠ করেন। কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া সহ বহু গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।