ভাঙ্গারপারে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : কালাইন-শিলচর সড়কের দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যায় বাইক ও চারচাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন বাইক চালক প্রাক্তন শিক্ষক রশিদ আহমেদ লস্কর। ভাঙ্গারপার বাজারের পশ্চিম প্রান্তে সংঘটিত হয় এ দুর্ঘটনাটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গারপার পুলিশকর্মীরা। আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

ভাঙ্গারপারে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক

Author

Spread the News