উৎকোচ : শ্রীভূমিতে শিক্ষক গ্রেফতার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : এবার শ্রীভূমিতে এক শিক্ষক উৎকোচ নেওয়ার সময় সিএম ভিজিল্যান্সের জালে ধরা পড়লেন। বুধবার শহরের কালীবাড়ির রাস্তা থেকে গ্রেফতার করা হয় শিক্ষক সুশান্ত নাথকে। তিনি অন্য এক শিক্ষকের ইনক্রিমেন্ট বাড়ানোর জন্য সই করার নামে উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। বর্তমানে সদর থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ভিজিল্যান্স দল। উল্লেখ্য, সুশান্ত নাথ গিরখালার ১১৪৮ আজাদ এলপি স্কুলের প্রধান শিক্ষক।