বড়বেকড়ায় নিরাপত্তা সমন্বয় বৈঠক আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : মণিপুরে বড়বেকরা সাবডিভিশনের সিএসওদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় বৈঠকের আয়োজন করে আসাম রাইফেলস। নিরাপত্তা বৃদ্ধি এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে আসাম  রাইফেলস শনিবার ছোটবেকড়া, বি-হুওনভেঙ্গ, ভুটাংখাল, গুয়াখাল, কৈসেলপুঞ্জি, লালপানি, চৌধুরীখাল এবং ভৌমিকপাড়া সহ বড়বেকেড়া মহকুমার বিভিন্ন গ্রামের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (সিএসও) সাথে একটি নিরাপত্তা বৈঠকের আয়োজন করে। বৈঠকের মূল বিষয় ছিল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সহযোগিতা বৃদ্ধি, সম্প্রদায়ের সম্পৃক্ততা, গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া এবং যুবসমাজের সম্পৃক্ততা।

বড়বেকড়ায় নিরাপত্তা সমন্বয় বৈঠক আসাম রাইফেলসের

আসাম রাইফেলস নিরাপত্তা বজায় রাখতে সম্প্রদায়ের সহায়তার গুরুত্ব তুলে ধরে এবং অংশগ্রহণকারীদের স্থানীয় সমস্যা সমাধানে তাদের অব্যাহত সহায়তার আশ্বাস দেয়। বিভিন্ন সিএসও-র প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা বাড়াতে মূল্যবান পরামর্শ দেন। আসাম রাইফেলস শান্তি বজায় রাখতে এবং অভিন্ন লক্ষ্য অর্জনে সম্প্রদায়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বড়বেকড়ায় নিরাপত্তা সমন্বয় বৈঠক আসাম রাইফেলসের

Author

Spread the News