২৩ জানুয়ারি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টানা সাত জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই দীর্ঘ ১৬ ঘণ্টার কর্মসূচি সম্পন্ন করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। বেলা ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর ধারাবাহিকভাবে একের পর এক জেলায় সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম দিনের প্রচারণায় সাতটি জেলায় সমাবেশ শেষ করে গভীর রাতে তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।
দলীয় সূত্র জানায়, বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলা এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। পরে রাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া এলাকায় শেষ সমাবেশে বক্তব্য রাখেন তিনি। শেষ সমাবেশ শেষে রাত ৪টার কিছু সময় পর ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারম্যান এবং ভোরে তিনি রাজধানীতে পৌঁছান।
সমাবেশগুলোতে বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের জন্য সম্মানি ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।



