নিজ-জয়নগরে নাইট ফুটবলে চ্যাম্পিয়ন তারিণীপুর টু ব্রাদার্স

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সিক্স-এ সাইড নাইট ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল তারিণীপুর টু ব্রাদার্স। বৃহস্পতিবার রাতে নিজ-জয়নগরের এসি মেমোরিয়াল উচ্চবিদ্যালয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে তারা ২-০ গোলে হারায় আমাইদো এফসি-কে। ম্যাচের ২৫ মিনিটে পিসি লালরুয়াতসাঙ্গা প্রথম গোল করেন।
এর তিন মিনিট পর, ২৮ মিনিটে দ্বিতীয় গোল করেন আউমামিয়া। এ দিন সেরা খেলোয়াড় পুরস্কার পান পিসি লালরুয়াতসাঙ্গা।

ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই জেলা পরিষদ সদস্য নুর ইসলাম বড়ভূইয়া ও ফরিদা পারভিন লস্কর, দুই জিপি সভাপতি কমরুজ্জামান বড়ভূইয়া ও অপর্ণা দাস।

উল্লেখ্য, ইংরেজি নববর্ষ উপলক্ষে তিনরাতব্যাপী ৬-এ সাইড নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *