সেতুর উপর টেম্পো রেখে নদে মরণঝাঁপ ব্যক্তির
বরাক তরঙ্গ, ২২ মার্চ : শরাইঘাট সেতুতে ফের অঘটন ঘটল। একজন ব্যক্তি পুরনো শরাইঘাট সেতু থেকে ব্রহ্মপুত্র নদে মরণঝাঁপ দিলেন। ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেওয়া ব্যক্তি হলেন বড়গাঁওয়ের মহেন্দ্র বর্মণ (৬০)।
শনিবার সকালে মহেন্দ্র বর্মণ টেম্পো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তিনি সরাইঘাট সেতুর উপর টেম্পো রেখে নদে ঝাঁপ দিয়ে চরম পথ বেচে নেন। ঝাঁপ দেওয়ার আগে তাঁর গাড়িতে একটি নোট রেখে গেছেন। মহেন্দ্র বর্মণ, পেশায় একজন গাড়ি চালক, নোটটিতে গাড়ি ভাড়ার কিছু বিবরণ লিখেছেন। নোটটিতে গুয়াহাটির বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করা হয়েছে। নোটের পাশে মহেন্দ্র বর্মণ লিখেছেন, “ধুনু-মা ও সন্তানকে দেখবে।”

