পুরুষ ১৫০০ মিটারে প্রথম পিনাক, মহিলা গ্রুপে রঞ্জিতা
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়ার অন্তর্গত ট্র্যাক এবং ফিল্ডের ১৫০০ মিটারে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দিগরখাল এইচএস-র পিনাকপাণি দে। মহিলা বিভাগে প্রথম স্থান দখল করেন রঞ্জিতা যাদব। বিভিন্ন বিভাগের প্রথম তিন স্থানাধিকারী হলেন-পুরুষ বিভাগ: ১৫০০ মিটার-পিনাকপাণি দে, হিমাদুল আলি শেখ ও সঞ্জয় রায়। লংজাম্প: কিঙ্কর বৈষ্ণব, রাজীব সিংহ,…
