সীমান্তে ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া, নিহত থাইসেনা, জখম ৪

৮ ডিসেম্বর : ফের উত্তপ্ত হয়ে উঠল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত। সূত্রের খবর, থাইল্যান্ডের সেনাবাহিনীর উপর আচমকা হামলা চালায় কম্বোডিয়ার সেনারা। তাতে থাইল্যান্ডের (Thailand) এক সেনা নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন ৪ জন। পালটা থাইল্যান্ডের তরফে এয়ার স্ট্রাইক করা হয়েছে। থাইল্যান্ড সেনার মুখপাত্র উইনথাই সুভারি অভিযোগ করেন, উবন রাচাথানি প্রদেশে তাদের সেনাদের উপর হামলা চালিয়েছে কম্বোডিয়ার (Cambodia)…

Read More