তামুলপুরে বন্য হাতির তাণ্ডব, প্রাণ গেল একজনের, আহত দুই, উত্তেজনা তুঙ্গে
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : তামুলপুরে ফের বন্য হাতির তাণ্ডব। বৃহস্পতিবার ভোরে আকস্মিকভাবে একটি বন্য হাতির দল জনবসতিতে ঢুকে পড়ে। এসময় হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা তারামোহন মণ্ডলের। গুরুতরভাবে আহত হন আরও দু’জন গ্রামবাসী, যাদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত তারামোহন মণ্ডল বাড়ির পাশেই দৈনন্দিন কাজে বের হওয়ার সময় হাতির আক্রমণের শিকার হন।…