রাজ্যের মধ্যে তৃতীয় মডেল এএফএইচসি-র যাত্রা শুরু শিলচর সিভিল হাসপাতালে
ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : কাছাড় জেলায় যাত্রা শুরু করল মডেল কিশোর কিশোরী স্বাস্থ্য বান্ধব কেন্দ্র (মডেল-এএফএইচসি)। সোমবার শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল সুপার ডাঃ অরূপকুমার পাটোয়া। রাষ্ট্রীয় কিশোর কিশোরীর স্বাস্থ্য কর্মসূচির অধীনে উদ্বোধন হওয়া এই মডেল এ এফ এইচ সি আসামের মধ্যে তৃতীয় হিসেবে এবারে…