পিকনিকের মরসুম, শিবসাগর পুলিশ জারি করল বিশেষ SOP
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : শুরু হয়েছে পিকনিকের মৌসুম। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ-উৎসবে মেতে একদিন প্রকৃতির কোলে কাটাতে প্রস্তুতি নিচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে পিকনিক স্পটে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। এই পরিস্থিতিতে পিকনিক মৌসুমকে সামনে রেখে শিবসাগর পুলিশ বিশেষ SOP জারি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পিকনিক দলের জন্য নির্ধারণ করা হয়েছে…