স্ত্রী ও এক প্রতিবেশীকে কুপিয়ে পালানোর সয়ম পুলিশের গুলিতে আহত আক্রমণকারী, হাসপাতালে মৃত্যু
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : স্ত্রী ও এক প্রতিবেশীকে দা দিয়ে কুপিয়ে পালানোর সয়ম পুলিশের গুলিতে মৃত্যু ঘটল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শিবসাগরের ডিমৌ এলাকার ডিরই চা-বাগিচার লাইনে। স্থানীয়দের বয়ান মতে রাত তখন প্রায় ৮টা। হঠাৎ শুরু হয় হুলস্থুল। ঘন কুয়াশার সঙ্গে প্রচণ্ড শীত, কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। “আজ তোকে কেটেই ফেলব”—এমন…
