প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন অল মেল CRPF ইউনিটকে, কাশ্মীরি কন্যা সিমরান
২৩ জানুয়ারি : আগামী সোমবার, ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে। ৭৬তম বর্ষে নানা প্রদেশের রংবেরংয়ের ট্যাবলো, সৈনিকদের প্যারেডের পাশাপাশি, নজর কাড়বেন কাশ্মীরি কন্যা সিমরান বালা। কেন? ইতিহাসে এই প্রথম অল মেল CRPF ইউনিটকে কর্তব্য পথের প্যারেডে নেতৃত্ব দেবেন কোনও তরুণী। এমন ঘটনা ভারতের ইতিহাসে এর আগে ঘটেনি। ভারতের অন্যতম শক্তিশালী প্যারামিলিটারি…
