কিশোর নাথের জনপ্রিয়তাকে আড়াল করা হচ্ছে : বিজেপির একাংশ সমর্থক
এম লস্কর, পাঁচগ্রাম।বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : জনগণের আওয়াজকে তোয়াক্কা না করে টিকিট বণ্টন করলে ফের ধরাশায়ী হবেন প্রার্থী। সোমবার দুপুরে তাপাং চিবিটাবিচিয়ায় প্রাক্তন বিধায়ক কিশোর নাথের সমর্থকরা একসভায় মিলিত হয়ে এমন মন্তব্য করলেন৷ সভায় শ্রবণকুমার গোয়ালা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কিছু সুযোগ সন্ধানী নেতারা এবছর ও টিকিট বানচালের চেষ্টা চালাচ্ছেন। তাঁরা জেনেও প্রাক্তন বিধায়ক…