মোদির মুকুটে ২৯তম আন্তর্জাতিক পালক, ‘অর্ডার অফ ওমান’ সম্মান সুলতানের
১৯ ডিসেম্বর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে যুক্ত হল আরও একটি আন্তর্জাতিক পালক। বৃহস্পতিবার ওমান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীকে ওমানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ ওমান’ (Order of Oman) প্রদান করেন সুলতান হাইথাম বিন তারিক (Haitham bin Tarik)। দুই দেশের মধ্যে কৌশলগত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে মোদির দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই…