দু’টি আসন কমিয়ে বরাকবিরোধী মনোভাবেরই নজির গড়েছেন মুখ্যমন্ত্রী : লুরিণজ্যোতি

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে বুধবার এক বিশাল জনসভায় তীব্র আক্রমণ শানালেন অসম জাতীয় পরিষদ (এজেপি)-এর সভাপতি লুরিণজ্যোতি গগৈ। তাঁর অভিযোগ, বরাক উপত্যকায় কয়লা, গরু ও সুপারি সিন্ডিকেটসহ বিভিন্ন বেআইনি চক্রের এজেন্ট নিয়োগ করা হয় সরাসরি দিশপুর থেকে। তিনি দাবি করেন, বরাকের ১৫টি বিধানসভা আসন থেকে দু’টি আসন কমিয়ে বরাকবিরোধী মনোভাবেরই নজির…

Read More