বরাক উপত্যকাকে শিল্পহীন রেখে দেওয়ার অভিযোগ তুলে সংসদে সরব সুস্মিতা
১৬ ডিসেম্বর : ২০২০ সালের অক্টোবর মাসে অসম ও বরাক উপত্যকায় দু’টি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলার আশ্বাস দিয়েছিল ভারত সরকার। বঙাইগাঁও জেলায় সেই প্রকল্পের কাজ শুরু হলেও শিলচরের মাল্টি মোডাল লজিস্টিক পার্ক আজও ফাইলবন্দি অবস্থায় পড়ে রয়েছে। ২০২১ সালে শিলচরের জন্য মাল্টি মোডাল লজিস্টিক পার্কের ডিপিআর তৈরি করা হয়, এরপর আর কোনও দৃশ্যমান…