উধারবন্দ ও বড়খলায় ৩টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের শিলান্যাস পরিমলের
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : উধারবন্দ ও বড়খলায় ২০ লক্ষ টাকার ব্যায়ে ৩টি উন্নয়নমূলক প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার প্রথমে তিনি ১০ লক্ষ টাকার ব্যয়ে উধারবন্দের রংপুর নরসিংহ আখরার কমিউনিটি হল নির্মান কাজের শিলান্যাস করেন। তারপর বড়খলা বিধানসভার ছেছরি জিপির অন্তর্গত বড়খলা দ্বিতীয় খণ্ডে ৫ লক্ষ টাকার ব্যয়ে সাংস্কৃতিক ভবন নির্মান…