ছত্তিশগড়ে অভিযানে বড়সড় সাফল্য, গুলির লড়াইয়ে নিহত ১২ মাওবাদী
৩ ডিসেম্বর : ছত্তিশগড়ে ফের মাওবাদ বিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। বুধবার ভোরে দান্তেওয়াড়া-বিজাপুরের সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলে দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পরে মৃত্যু হয়েছে ১২ জন মাওবাদীর। শহিদ হয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ানসহ তিনজন। এখনও জঙ্গলে মাওবাদীদের বাকি দল লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই গুলির লড়াই চলছে এবং মৃতের সংখ্যা…