বাজপেয়ীর স্বপ্নের মহাসড়কের কাজ সম্পন্ন হবে জানুয়ারিতে : কৌশিক
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : আগামী বছরের জানুয়ারিতে ইস্ট ওয়েস্ট করিডরে কাজ শেষ হবে। অটল বিহারি বাজপেয়ীর স্বপ্নের মহাসড়কের কাজ সম্পন্ন হবে। শনিবার শিলচর থেকে হাফলং পর্যন্ত সৌরাষ্ট্র মহাসড়কের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করে এ কথা জানালেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। বালাছড়া থেকে হারাঙ্গাজাওয়ের অংশের কাজ প্রায় সম্পন্ন। এবং হারাঙ্গাজাও থেকে…