মঙ্গলদৈয়ে একই রাতে ১৬টি মন্দিরে ভাঙচুর, উদ্বেগ
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি: কোকরাঝাড়ে গোষ্ঠী সংঘর্ষের উত্তেজনা কাটতে না কাটতেই ফের অশান্তির ছায়া পড়ল মঙ্গলদৈ জেলায়। মঙ্গলদৈ শহরের একাধিক এলাকায় বুধবার গভীর রাতে অজানা দুষ্কৃতীরা পরপর মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর চালায়। এই ঘটনায় গোটা মঙ্গলদৈ জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা চেরেং মন্দির,…
