লাহরিঘাটে ই-রিকশার ধাক্কায় হত শিশু
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত ভূঞাবাড়ি গ্রামে একটি দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার দিনের ১২ নাগাদ অঙ্গনওয়াড়ি বিদ্যালয় থেকে একটি শিশু নিজের বাড়িতে আসার সময় তীব্র বেগে একটি ই-রিকশা ধাক্কা মারে এবং দুর্ঘটনায় শিশুটি গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা শিশুটিকে লাহরিঘাট আদর্শ মহাত্মা গান্ধী মডেল হসপিটালে…
