‘ক্রীড়ামন্ত্রী’ হলেন ‘ক্রিয়ামন্ত্রী’! পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করে অরূপের ছোট্ট চিঠিতে একাধিক বানান ভুল
১৬ ডিসেম্বর : যুবভারতীকাণ্ডের জেরে ‘নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতির ইচ্ছেপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার দুপুরে তাঁর একটি হাতে লেখা চিঠি প্রকাশ্যে আসে। যেই চিঠিতে একাধিক বানান ভুল নজরে এসেছে। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্মোধন করে লেখা চিঠিতে অরূপ নিজের পদের বানানটাই ভুল করে বসে আছেন। ‘ক্রীড়ামন্ত্রী’ কে ‘ক্রিয়ামন্ত্রী’ হিসেবে…