গেরুয়া বসন্তের সংযমী নায়ক
।। বিভূতিভূষণ গোস্বামী ।।(এডিটর, মিজোরাম পোস্ট)১৩ জানুয়ারি : কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে উত্তর-পূর্ব ভারতের রাজনীতির একটি নির্লিপ্ত অথচ দীপ্ত অধ্যায়ের অবসান ঘটলো । তিনি এমন এক সময়ের রাজনীতিক, যখন ভারতীয় জনতা পার্টির বুদ্ধিবৃত্তিক কাঠামো নির্মিত হচ্ছিল দিল্লিকেন্দ্রিক মতাদর্শী ত্রয়ী—অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি এবং মুরলীমনোহর যোশির হাত ধরে। সেই পরিসরের মধ্যেই কবীন্দ্র পুরকায়স্থের অবস্থান ছিল উত্তরপূর্বের গৈরিক রাজনীতির…
