ভিন জাতের যুবককে বিয়ে, অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে খুন, ধৃত বাবাসহ ৩

২৩ ডিসেম্বর : ভিন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে খুন করল তাঁর বাবা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, কর্ণাটকের হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী মান্য প্যাটেল (১৯)  সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ, পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও যুবতী চলতি বছরে মে মাসে ভিন জাতের যুবক বিবেকানন্দ দোদামানিকে বিয়ে করেছিলেন।…

Read More