উত্তপ্ত কার্বি, তুলিরাম রংহাঙের বাসভবনে অগ্নিসংযোগ
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : প্রতিবাদের নামে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি কার্বি ভূমি। কার্বি আংলঙের একাধিক সংগঠন একত্রিত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিল। রবিবার এক প্রতিবাদকারীকে পুলিশ আটক করাকে কেন্দ্র করে সোমবার একাংশ বিক্ষোভকারীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ দিন কার্বি আংলঙের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাঙের ডংকামকামস্থিত পূর্বতন বাসভবন,…