টুপি আর স্নিফার ডগ ধরিয়ে দিল ধর্ষণ ও হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে
১৫ ডিসেম্বর : যোরহাটের ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারে বিশেষ ভূমিকা পালন করেছে যোরহাট পুলিশের স্নিফার ডগ ‘জ্যাক’। যোরহাট পুলিশের এই ল্যাব্রাডর জাতের স্নিফার কুকুরটির অসাধারণ দক্ষতা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। যোরহাটের মোহবন্ধা চা বাগানে সংঘটিত নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত দু’জনকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয় যোরহাট পুলিশ। এই চাঞ্চল্যকর…