ভিক্ষুকের সম্পত্তি দেখে বিস্মিত আধিকারিকরা, তিনটি পাকা বাড়ি, তিনটি অটো, একটি চার চাকা গাড়িসহ কয়েক লক্ষ টাকার মালিক
১৯ জানুয়ারি : সকাল হলেই চাকা লাগানো কাঠের পাটাতনে চেপে ভিক্ষা করতে বেরিয়ে পড়তেন। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে হাত ও পায়ের আঙুল ক্ষয়ে যাওয়ায় অন্যান্য কাজ করতে সমর্থ নন। এ হেন এক ভিক্ষুকের সম্পত্তি দেখে অবাক মধ্যপ্রদেশের ইনদোরের সরকারি আধিকারিকরা। তাঁর কাছে রয়েছে তিনটি পাকা বাড়ি, তিনটি অটো, একটি চার চাকা গাড়ি এবং কয়েক লক্ষ টাকা।…
