জাকার্তায় বহুতলে আগুন, মৃত অন্তত ২০
৯ ডিসেম্বর : সাত তলা বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মৃত্যু হল অন্তত ২০ জনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। জানা গিয়েছে, বাড়িটির একতলায় আগুন (Fire) লাগে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে বাকি অংশে। সেন্ট্রাল জাকার্তার পুলিশ আধিকারিক সুসাতিয়ো পুরনোমো কন্দ্র জানান, অফিস বিল্ডিংয়ের একতলায় আগুন লাগে। সেইসময় অনেক কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন। খবর পেয়ে…