হৃদয়ের কাজে স্বামীজির আলো বর্ষিত : মহারাজ গণধিশানন্দজি
ডাঃ অরুণকান্তি দাসকে ‘আজীবন সম্মাননা’ প্রদান হৃদয়ের____ বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : সংবর্ধনা, সম্মাননা প্রদানসহ বিভিন্ন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শুরু হল কনকপুর হৃদয় সরণীর ৩০তম সর্বজনীন শনিপূজার দু’দিনব্যাপী কর্মসূচি। শুক্রবার সন্ধ্যায় প্রয়াত মলয় ভট্টাচার্য স্মৃতি মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ। এরপর শুরু হয় বক্তৃতা, সংবর্ধনা,…
