টানা চারদিন ব্যাঙ্কের দরজা খুলছে না
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : টানা ছুটি-এই শব্দটা শুনলে যেমন একদিকে স্বস্তির নিঃশ্বাস পড়ে, তেমনই অন্যদিকে হালকা টেনশন। বিশেষ করে ব্যাঙ্কের ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি কোনও ব্যাঙ্কই এই লম্বা ছুটির বাইরে নয়। শুক্রবার থেকে সোমবার, একেবারে লম্বা উইকেন্ড। ২০২৬ সালের ২৩, ২৪, ২৫ এবং ২৬ জানুয়ারি-এই চার দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। ফলে ব্যাঙ্ক…
