গোয়ার নাইটক্লাবের আরও এক মালিককে আটক, মোট ৫জন গ্রেফতার
১০ ডিসেম্বর : গোয়ার নাইটক্লাবের ভয়াবহ অগ্নিকাণ্ডের (Goa Nightclub Fire) ঘটনার চারদিন পার। এদিকে, ঘটনার পরই দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন নাইটক্লাবটির মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা। তবে এবার ওই নাইটক্লাবেরই অপর এক মালিক অজয় গুপ্তাকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, পলাতক থাকা অজয়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এরপর মঙ্গলবার তাঁকে দিল্লি…