গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ড : কাজ শুরু করার দিনেই প্রাণ হারাল শিলকুড়ির রাহুল
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : গোয়ার নাইটক্লাবে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে রয়েছেন অসমের তিনজন। এদের দু’জন হচ্ছেন কাছাড় জেলার চা-বাগানের বাসিন্দাপ্রাণ হারাল রাহুল সরকারিভাবে যে ২৫ জন মৃত ব্যক্তির তালিকা তুলে ধরা হয়েছে, সেখানে রয়েছে কাছাড় জেলার দুইজন সহ অসমের তিন ব্যক্তির নাম। এরা হলেন দিগন্ত পাতি, মনজিত মাল এবং রাহুল তাঁতী। মনোজিৎ ও…