নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিল ইজরায়েলি সেনা, দায়িত্ব বাতিল
২৭ ডিসেম্বর : অধিকৃত পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইজরায়েলি একজন রিজার্ভ সৈন্য। বৃহস্পতিবার পশ্চিম তীরে অল-টেরেন ভেহিকল (এটিভি) নামের ওই গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় ইজরায়েলি ওই সৈন্যের পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনি ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে নামাজরত মুসল্লির ওপর…
