জরুরি অবতরণের চেষ্টা, শিল্পাঞ্চলে ভেঙে পড়ল বিমান, হত ১০
১৬ ডিসেম্বর : জরুরি অবতরণের চেষ্টা করা একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়ে। এতে অন্তত দশজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেলে মেক্সিকোর তোলুকার কাছে একটি শিল্পাঞ্চলে। ছোট আকারের ওই ব্যক্তিগত জেটটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুলকো থেকে তোলুকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। দুপুরের দিকে মেক্সিকো সিটির প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে মেক্সিকো স্টেটের সান মাতেও…