কাছাড়–ডিমা হাসাও সীমান্তে এনকাউন্টার, HPC(D)-এর এক ক্যাডার নিহত
কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : ফের এনকাউন্টার অসম পুলিশের। সোমবার রাতে কাছাড়–ডিমা হাসাও সীমান্তের জিনাম ভ্যালিতে ভোর রাতে সংঘটিত হল উত্তেজনাপূর্ণ এনকাউন্টার। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে মোদি মার নামে এক HPC(D)-এর কেডারের। তার বাড়ি ডিমা হাসাও জেলার বড়আরকাপ এলাকায় বলে জানা যায়। ঘটনা সূত্রে জানা গেছে, এক গাড়ি চালককে পিস্তল দেখিয়ে লুটপাটের…