ভারতীয় পাইলটের মৃত্যুর পরেও চলল ‘এয়ার শো’! ক্ষুব্ধ মার্কিন বায়ুসেনা বাতিল করল পারফরম্যান্স
২৪ নভেম্বর : গত সপ্তাহে দুবাই এয়ার শো চলাকালীন ভারতীয় বায়ুসেনার দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস ভেঙে পড়লে প্রাণ হারান উইং কমান্ডার নমংশ স্যাল। মর্মান্তিক এই দুর্ঘটনার পরও এয়ার শো-র আয়োজকদের নির্ঘণ্ট অনুযায়ী এই প্রদর্শন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মার্কিন বায়ুসেনার এক পাইলট। মার্কিন বায়ুসেনার F-16 ভাইপার ডেমোনস্ট্রেশন টিমের কমান্ডার মেজর…