সোনাইর হাতিখাল বাজার থেকে উদ্ধার হেরোইন, গ্রেফতার এক
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সোনাইর হাতিখাল বাজার থেকে হেরোইন উদ্ধার সহ এক খুচরো ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যারাতে হাতিখাল বাজারে এক মাদক বিরোধী অভিযানে নামে কচুদরম পুলিশ। থানার ওসি অপূর্ব বরার নেতৃত্বে এই অভিযানে নেমে পুলিশ বিদ্রোহীপারের বাসিন্দা জাবির হোসেন আহমেদের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে জাবিরের ঘর থেকে ৩১টি কৌটা…