ইস্ট–ওয়েস্ট করিডরের মহাসড়ক নির্মাণে অগ্রগতি পর্যালোচনা মন্ত্রী কৌশিকের
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ইস্ট–ওয়েস্ট করিডরের মহাসড়ক নির্মাণের অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক, খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার গুয়াহাটি থেকে ডিমাহাসাও পৌঁছে নিরিম বাংলো থেকে জাতিঙ্গা রোডের বিভিন্ন নির্মাণাধীন অংশ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। মন্ত্রী কৌশিক রায় জানান,…