কাছাড়ের নয়া জেলা কমিশনার আয়ুষ গর্গ
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে অসম সরকার রাজ্যে এক বড় প্রশাসনিক রদবদল করেছে। বদলির তালিকায় রয়েছেন কাছাড়ের জেলা কমিশনারও। তাঁর স্থলাভিষিক্ত হয়েছন শিবসাগরের জেলা কমিশনার আয়ুষ গর্গ (IAS)। একই সঙ্গে কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব (IAS)কে বদলি করে শিবসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে।