কৃষ্ণপ্রসাদ রাই মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় প্রথম রাহুল
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কৃষ্ণপ্রসাদ রাই মেমোরিয়াল দাবা প্রতিযোগিতায় শিলচরে দু’দিন উত্তেজনাকর লড়াই হয়েছে। বরাক ভেলির ১৩৩ জন খেলোয়াড় ওই প্রতিযোগিতায় যোগদান করেন। কোনও রাউন্ডে নজম উদ্দিন কোন রাউন্ডে মনোদীপ ধর, কোনও রাউন্ডে দীপ দাস, কোন রাউন্ডে মানব ভট্টাচার্য শীর্ষে থাকলেও শেষ রাউন্ডে বাকলস পয়েন্টে বাজিমাত করেন উত্তর পূর্বাঞ্চলের দাবার পরিচিত মুখ সোরাম রাহুল…
