মিজোরামের দাম্পা উপনির্বাচনে ভোট পড়েছে ৮২.৩৪ শতাংশ
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : মিজোরামের দাম্পা বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে মঙ্গলবার ব্যাপক হারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, মোট ৮২.৩৪ শতাংশ ভোট পড়েছে। বাংলাদেশ সীমান্তসংলগ্ন মামিত জেলায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্রে মোট ২০,৭৯০ জন নিবন্ধিত ভোটার রয়েছে, যাদের বেশিরভাগই মিজো, চাকমা এবং ব্রু সম্প্রদায়ের। গত জুলাই মাসে মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)-এর…