সেতুর ওপর লাইনচ্যুত মালগাড়ি, নদীতে পড়ল একাধিক কামরা!
২৮ ডিসেম্বর : আসানসোল ডিভিশনে লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি। বিকট শব্দ করে লাইনচ্যুত হয় ১৯টি বগি। নদীতে পড়ে যায় মালগাড়ির বেশ কয়েকটি কামরা। বাকি কামরাগুলি পাশের লাইনে উল্টে পড়ে ছিল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বিহারের শিমুলতলা স্টেশনের কাছে তেলিয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার জেরে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল। শুধু তাই…