গৌহাটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট
বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : বরাক উপত্যকার যেকোনও উপযুক্ত স্থানে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের একটি সার্কিট বেঞ্চ অথবা স্থায়ী বেঞ্চ স্থাপনের জোরালো দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। এই দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র জমা দেন ফ্রন্টের নেতৃত্ব। স্মারকপত্রে উল্লেখ করা হয়, কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি—এই তিন জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকা ভৌগোলিকভাবে স্বতন্ত্র ও সাংস্কৃতিকভাবে অনন্য…
