কাটিগড়ায় ফের বরাক নদীতে মহিলার ঝাঁপ, জেলেদের তৎপরতায় দুই সন্তানের জননীকে জীবিত উদ্ধার
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : কাটিগড়ায় ফের নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। পাঁচ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। বুধবার কাটিগড়া রেল সেতু থেকে এক যুবতীর আত্মহত্যার চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে কাটিগড়া গ্যামন সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় মানুষজন দ্রুত তৎপর হন। নদীতে থাকা…