যানজটের দমবন্ধে ক্লান্ত ভাগাবাজার—সমাধান কোথায়?
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর, সোমবার,দক্ষিণ কাছাড়ের প্রধান বাণিজ্যকেন্দ্র ভাগাবাজার আজ এক ভয়াবহ সমস্যার নাম—যানজট। প্রতিদিন হাজারো মানুষের আগমন-নির্গমন এই বাজারকে আরও গুরুত্বপূর্ণ করে তুললেও, আশ্চর্যের বিষয় হল এখানে নেই কোনও স্থায়ী ট্রাফিক পুলিশ। ফলে বাজারজুড়ে সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা, যার ভার বইতে হচ্ছে সাধারণ মানুষকেই। প্রতিদিনের চিত্র এক—বাজারের মাত্র কয়েকশো মিটার পথ অতিক্রম করতে কখনও…